ভারতীয় ফুড ডেলিভারি ইউনিকর্ণ Zomato শেয়ারবাজারে IPO যাত্রা শুরু করতে যাচ্ছে জুলাইতে যার মূল্য প্রায় ১.১ বিলিয়ন ডলার
জোমেটো, ভারতের অন্যতম ফুড ডেলিভারি কোম্পানি,চলতি জুলাইয়ে মাঝামাঝিতে পাবলিক শেয়ার এর মাধ্যমে শেয়ারবাজারে যাত্রা শুরু করার অনুমতি প্রদান করেছে ভারতীয় সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন। জোমেটো কয়েক মাস পূর্বেই শেয়ার পূর্ববর্তী প্রাথমিক মূলধন বাবদ২৫০ মিলিয়ন ডলার সংগ্রহ করেছে যেখানে বিনিয়োগকারী কোম্পানি হিসেবে ছিলেন Kora Management, Tiger Global, Fidelity and Bow wave এবং তাদের মোটমুল্য ছিল ৫.৪ বিলিয়ন ডলার। অর্থবছর ২০২০ এ মহামারীর মধ্যে তাদের আয় ছিল ২৪৮৬ কোটি রুপি এবং ক্ষতি ছিল ২৪৫১ কোটি রুপি। Info edge তাদের অন্যতম বড় শেয়ারহোল্ডার যারা ঘোষণা দিয়েছে যে তাদের ৭০০ কোটি রুপির শেয়ার যা জোমেটো তে রয়েছে তা বিক্রি করবে পাবলিক শেয়ারের মাধ্যমে, ঠিক যখন জোমেটো ঘোষণা দিয়েছে তারা নতুন শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন সংগ্রহ করবে। তাদের প্রসপেক্টাস বিনিয়োগকারীদের সর্তক করছে যে তাদের লস করার ঘটনা রয়েছে এবং আসন্ন ভবিষ্যতে তারা এ অবস্থার মধ্যে দিয়ে যাবে।