টেলিনর বিক্রি হচ্ছে মাত্র ১০ কোটি ডলারে !!!

টেলিনর বিক্রি হচ্ছে মাত্র ১০ কোটি ডলারে !!!

মিয়ানমারে জনগোষ্ঠীর এক-তৃতীয়াংশের ব্যবহৃত টেলিযোগাযোগের মাধ্যম টেলিনর বিক্রি হচ্ছে মাত্র ১০ কোটি ডলারে !!!

মাত্র সাড়ে ১০ কোটি ডলারে টেলিনর তাদের মিয়ানমারের ব্যবসা বিক্রি করে দিচ্ছে এমওয়ান গ্রুপের কাছে। গত ফেব্রুয়ারি মাস থেকে সামরিক অভ্যুত্থানের পর বিক্ষোভ দমাতে টেলিযোগাযোগ নেটওয়ার্ক বন্ধ রাখার নির্দেশ জারি করে দেয় মিয়ানমারের সামরিক বাহিনী। ওই নির্দেশের সমালোচনা করলেও তা পালন করে টেলিনর। এরপর কয়েক দিনের জন্য মোবাইল নেটওয়ার্ক চালুর অনুমতি মিললেও ১৫ মার্চ থেকে তা পুরোপুরি বন্ধ আছে। এ পরিস্থিতিতে সেখানে ব্যবসার ভবিষ্যত নিয়ে সঙ্কটে পড়া টেলিনর মিয়ানমার ছাড়ার ঘোষণা দিল।
৭৫ কোটি ২০ লাখ ডলার লোকসানে পড়ে গত মে মাসে টেলিনর তাদের মিয়ানমার ইউনিটের সম্পদ মূল্য অবলোপন করে। অথচ গত বছর কোম্পানির মোট আয়ের ৭ শতাংশ মিয়ানমার থেকে এসেছিল। মিয়ানমারে টেলিযোগাযোগ ব্যবসা পরিচালনার জন্য ২০১৩ সালে নিবন্ধন পায় নরওয়ের বহুজাতিক কোম্পানি টেলিনর। মিয়ানমারে এক কোটি ৮০ লাখ মানুষ তাদের নেটওয়ার্ক ব্যবহার করে আসছিলেন, যা সেদেশের পাঁচ কোটি ৪০ লাখ জনগোষ্ঠীর এক তৃতীয়াংশ। মালিকানা লেবানিজ ইনভেস্টমেন্ট ফার্ম এমওয়ান গ্রুপের কাছে গেলেও মিয়ানমারে টেলিনরের গ্রাহকদের সেবা বন্ধ হবে না।

Leave a Reply