ফ্লিপকার্ট,ভারতের অন্যতম ই-কমার্স কোম্পানি, নতুন $৩.৬ ডলারের বৈদেশিক বিনিয়োগ পেয়ে তাদের ভ্যালুয়েশন $৩৭.৬ ডলারে পৌঁছেছে।
২০১৮ সালে জাপানভিত্তিক কোম্পানি সফটব্যাংক, ফ্লিপকার্টের অধিকাংশ শেয়ার ওয়ালমার্টের নিকট বিক্রি করে দেয় যার মূল্য ছিল $২২ বিলিয়ন ডলার। সেই সফটব্যাংক পুনরায় $৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করল ফ্লিপকার্টে।নতুন বিনিয়োগের অংশ হিসেবে ফ্লিপকার্ট তাদের কর্মীদের শেয়ার ক্রয়ের অপশন দিয়েছে যার মূল্য $৮০.৫ মিলিয়ন।
এছাড়া আরেক ই-কমার্স জায়ান্ট আমাজনের সাথে প্রতিযোগীতার অংশ হিসেবে ফ্লিপকার্ট দক্ষিণ এশিয়ার বাজারে $৬.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।
ফ্লিপকার্টের প্রধান নির্বাহী কল্যাণ কৃষ্ণমূর্তির ভাষ্যমতে,ফ্লিপকার্ট ভারতীয় ভোক্তাদের ইন্টারনেট ব্যবহারের সর্বোচ্চ মূল্য নিশ্চিত করবে। বিদেশি বিনিয়োগ কারীদের ভারতের ডিজিটাল কমার্সের উপর আশ্বাস এবং ফ্লিপকার্টের উপর বিশ্বাস ফ্লিপকার্টের ক্ষমতা আরও বৃদ্ধি করবে।
ফ্লিপকার্ট ভারতের ছোট এবং মধ্যম ব্যবসায়গুলির গ্রোথে সহায়তা করবে এবং লাভজনক নতুন ধরনের টেক ব্যবসায় বিনিয়োগ করবে।