বাংলাদেশের তৃতীয় বেসরকারি বিমান সংস্থা-Air Astra

বাংলাদেশের তৃতীয় বেসরকারি বিমান সংস্থা-Air Astra

বাংলাদেশের তৃতীয় বেসরকারি বিমান সংস্থা হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছে Air Astra। ইতিমধ্যে তাদের নো অবজেকশন সার্টিফিকেট বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ক্যাব) থেকে সংগ্রহ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে । এয়ার অ্যাস্ট্রাকে জাপান থেকে আসা একজন প্রবাসী বাংলাদেশি অর্থায়ন করছে।
এটি ৭ টি রুটে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে। জানুয়ারী, ২০২২ থেকে সমস্ত দেশীয় গন্তব্যে ফ্লাইট পরিচালনা করার জন্য Air Astra চারটি বিমান সংগ্রহ করার চেষ্টা করছে। তারা ইতিমধ্যে ETR 72-600 মডেলের বিমানের প্রাথমিক বহর প্রকাশ করেছে।

নিয়ম অনুযায়ী, Air Astra এয়ারলাইন্স অন্তত এক বছর অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার পর আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি পাবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়াও ইউএস-বাংলা এবং নভোএয়ার নামে দুটি বেসরকারি এয়ারলাইন্স বর্তমানে বাংলাদেশে ফ্লাইট পরিচালনা করছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ইউএস-বাংলা এয়ারলাইন্স বর্তমানে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছে।
এই দুটি এয়ারলাইন্স বাংলাদেশের এভিয়েশন মার্কেটের মাত্র ১৮ থেকে ২০ শতাংশের মালিক। বাকি ৮০ শতাংশ শেয়ার রয়েছে বিদেশী এয়ারলাইন্সের দখলে।

Leave a Reply